ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নেইমার ৭৩, পেলে ৭৭

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৩ ১২:৩২:৪৩
নেইমার ৭৩, পেলে ৭৭

জোড়া গোলের ফলে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার পেলের রেকর্ড ছুঁতে নেইমারের আর প্রয়োজন কেবল ৪টি গোল।

ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করেছিলেন কিংবদন্তি পেলে। দক্ষিন কোরিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর নেইমারের নামের পাশে শোভা পাচ্ছে এখন ৭৩ গোল। আর চারটি গোল করতে পারলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন পিএসজি তারকা। ৫টি গোল করতে পারলে তো ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আসনে বসে যাবেন তিনি। দখল করে নেবেন ব্রাজিল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

ব্রাজিলের হয়ে মোট ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পেলে। অপরদিকে এখনও পর্যন্ত নেইমার খেলে ফেলেছেন ১১৮টি ম্যাচ। বয়স তার ৩০। আরও ৩-৪ বছরও যদি খেলেন, তাহলে তার ম্যাচ এবং গোলসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ