ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নির্বাচক প্যানেলে যুক্ত হবেন আরও '২' জন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৩ ১৭:৩৮:৩৭
নির্বাচক প্যানেলে যুক্ত হবেন আরও '২' জন

বৃহস্পতিবার (২ জুন) বিসিবির বর্তমান কমিটির দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠকে নির্বাচকদের মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়। মূলত বিকল্প কাউকে না পাওয়াতেই বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়াতে এক প্রকার বাধ্যই হয়েছে বোর্ড। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল।

তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপারেশন্সকে (বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ) বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।”

পরবর্তীতে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বর্তমান নির্বাচক প্যানলের সাথে অতিরিক্ত দুই সদস্য যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে বোর্ড। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বধীন নির্বাচক প্যানেলে আগেই ছিলেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এই তিন জনের সঙ্গে যুক্ত হতে যাওয়া নতুন দুই নির্বাচক কাজ করবেন বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে।

পাপন আরও বলেন, “অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দু'জন নির্বাচক বাড়ানো হবে।”

“এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এত। সেজন্য আরও দু'জনকে আমরা অন্তর্ভুক্ত করবো।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ