ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৪ ২২:২০:১১
এইমাত্র শেষ হলো আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর হাসমতউল্লাহ আর রহমত শাহ তৃতীয় উইকেটে গড়েন ১৮১ রানের বিশাল জুটি।

দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই। রহমত শাহ ৯৪ আর শহিদি আউট হন ৮৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন রশিদ খান।জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি ৫২ রান খরচায় নেন ৪টি উইকেট।

জবাবে একটা সময় ২ উইকেটে ৯১ রান থাকলেও মোহাম্মদ নাবির ঘূর্ণিতে হঠাৎ ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। যা একটু লড়াই করেছেন সিকান্দার রাজা। ৬৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ৩০ রান। পুরো ৫০ ওভার খেললেও জিম্বাবুয়ে অলআউট হয় ২১৬ রানে।

নাবি ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার ফজলহক ফারুকি আর রশিদ খানের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ