ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

টেস্টে সাকিব অধিনায়ক যা বলছেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৫ ১৪:৪৭:২১
টেস্টে সাকিব অধিনায়ক যা বলছেন তামিম

এর আগে গত ৩১ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মুমিনুল হক। মূলত লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকায় নেতৃত্বভার ছেড়ে দেন টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটার।

এরপরই সাকিবের দিকে নজর যায় বিসিবির। টেস্টের নব্য অধিনায়ককে সাধুবাদ জানিয়েছেন তামিম। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাস্তবতাও তাকে মনে করিয়ে দিলেন বাঁহাতি এই ওপেনার।

তামিম বলেন, 'আমি ওর অধিনায়কত্বে দু'বার খেলেছি। কেননা ও এর আগে দু'বার অধিনায়ক হয়েছে। ২০১১ এর আগে এবং শেষবার যখন ছিল। এটা রকেট সাইন্স না। আমরা জানি, তার ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভালো। আর আমি নিশ্চিত, টেস্ট দলের অধিনায়ক হওয়াটা সহজ কিছু নয়।'

'এই ফরম্যাটে ফলাফল আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি, তখন বলেছি যে আমার অনেক সময় দরকার। সাকিবের ক্ষেত্রেও তাই। তাকে আপনার সময় দিতে হবে। ধৈর্যহারা হলে হবে না। এই ফরম্যাটে আমরা ভালো খেলি না। আশা করি ২-৩ বছরে টেস্টে আমরা ভালো দল হবো।'

এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট অধিনায়ক হয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুই মেয়াদে। এর মধ্যে ৩টি জয় ১১টি হারের স্বাদ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ