ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকার ‘সংস্কৃতি’ বদলাতে চান অধিনায়ক বাভুমা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৬ ১২:৪৮:২৪
দক্ষিণ আফ্রিকার ‘সংস্কৃতি’ বদলাতে চান অধিনায়ক বাভুমা

বর্ণবাদের অভিযোগ থেকে বাদ যাননি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অনেক সেরা ক্রিকেটারও। গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার, এমনকি এবি ডি ভিলিয়ার্সের নামেও উঠেছে বর্ণবাদের অভিযোগ।

এর মধ্যে কোনও অভিযোগের সত্যতা মিলেছে, কোনোটার আবার মেলেনি। তবে বর্ণবাদের অভিযোগ ছিল সবসময়ই। এই ধারা থেকে বের হয়ে আসতে বদ্ধ পরিকর বাভুমা। দলের সংস্কৃতি পরিবর্তন 'সহজ' না হলেও সময় নিয়ে সেটাকেই সহজ করে তুলতে চান বাভুমা।

তিনি বলেন, 'আমার দলের ছেলেরা ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে উঠে এসেছে। তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা। তবে আমি সবসময়ই নিশ্চিত করতে চাই, তারা যেন একই টেবিলে বসে নিজেদের মতামত, সিদ্ধান্ত এবং অভিযোগগুলো নিয়ে আলোচনা করতে পারে। নির্দিষ্ট কোনো গ্রুপ নয়, বরং আমি চাই সবার কথাই যেন সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।'

'সংস্কৃতি এমন একটা জিনিস, যা দুই-তিন মাসের মধ্যে গড়ে তোলা সম্ভব নয়। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। দলের খেলোয়াড়দের যা গড়ে তোলার অভ্যাস করতে হবে। এটা শুধুমাত্র কোচ কিংবা অধিনায়কের দায়িত্ব নয়; টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক এবং দলের সব খেলোয়াড়কেই নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।'

বরাবরই শ্বেতাঙ্গ ক্রিকেটাররা অধিনায়কত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেই ধারা ভেঙে গত বছর প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন বাভুমা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ