অবিশ্বাস্যভাবে আউট না হয়েও মাঠ ছাড়লেন দুই ব্যাটার

অশ্বিনের দেখানো পথ ধরে এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের এক ম্যাচেই স্বেচ্ছায় আউট হয়ে গেছেন দুই ব্যাটার। দুজনই মূলত দলের পরিস্থিতি বিবেচনায় নিজ থেকে মাঠ ছেড়ে বাইরে চলে গিয়েছেন এবং নিজেকে স্বেচ্ছা আউট ঘোষণা করেছেন।
এই ঘটনা ঘটেছে নটিংহ্যামশায়ার ও বার্মিংহাম বিয়ারসের মধ্যকার ম্যাচে। যেখানে প্রথম ইনিংসে স্বেচ্ছায় আউট হন বার্মিংহামের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। পরে দ্বিতীয় ইনিংসে একই পথ ধরেন নটিংহ্যামশায়ারের অলরাউন্ডার সামিত প্যাটেল।
বৃষ্টির কারণে এজবাস্টনে হওয়া ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ইনিংসপ্রতি ৮ ওভারে। ছোট দৈর্ঘ্যের ম্যাচে চাহিদা থাকে বড় দলীয় সংগ্রহের। সেই লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৯৮ রান করে বার্মিংহাম। জবাবে নটিংহ্যাম থামে ৯৭ রানে, হেরে যায় ১ রানে।
বার্মিংহামের ইনিংসে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারছিলেন না অধিনায়ক ব্রাথওয়েট। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বল পর্যন্ত তার নামের পাশে ছিল ১০ বলে ১১ রান। সেই ওভারের শেষ বলে ছক্কা হাঁকান, করেন ১১ বলে ১৭ রান।
তবে ছক্কা মারলেও ব্যাটে-বলে ঠিক সংযোগ হচ্ছিল না দেখে নিজ থেকে বাইরে চলে যান বার্মিংহাম অধিনায়ক। তার জায়গায় নামেন স্যাম হেইন। অবশ্য শেষ ওভারে ব্যাটিংয়ের সুযোগ পাননি হেইন। অ্যালেক্স ডেভিসের ৪ বলে ১৪ রানের সুবাদে শেষ ওভারে ১৮ রান পায় বার্মিংহাম।
রান তাড়া করতে নেমে অ্যালেক্স হেলসের ৯ বলে ৩০ ও বেন ডাকেটের ১৩ বলে ২২ রানের ঝড়ে জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখে নটিংহ্যামশায়ার। তবে জ্যাক লিন্টটের দারুণ বোলিংয়ে (২-০-৬-২) শেষ ওভারে জয়ের জন্য বাকি থাকে ১৫ রান।
ক্রেইগ মিলসের করা সেই ওভারের প্রথম পাঁচ বলে ৯ রান নিতে পারে নটিংহ্যামশায়ার। শেষ বলে ৬ রানের সমীকরণে ভাগ্যকে পাশে পায় তারা, নো বল করে বসেন মিলস, সঙ্গে দৌড়ে নেন সামিত প্যাটেল ও টম মুরস মিলে আরও দুই রান।
তাই শেষ বলে বাকি থাকে তিন রান। কিন্তু স্থুলকায় শরীর নিয়ে সামিত প্যাটেলের পক্ষে আরও একবার দুই রান নেওয়া সহজ ছিল না। তাই তিনি নিজ থেকেই মাঠ ছেড়ে চলে যান, নিজেকে স্বেচ্ছা আউট ঘোষণা করেন। তার জায়গায় নামেন ক্যালভিস হ্যারিসন।
অবশ্য এতেও কোনো লাভ হয়নি! কেননা শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি টম মুরস। যে কারণে ৮ ওভারে ৯৭ রানে থামে নটিংহ্যামশায়ারের ইনিংস, বার্মিংহাম পায় ১ রানের রোমাঞ্চকর জয়। তবে এটি ছাপিয়ে এক ম্যাচে দুই স্বেচ্ছা আউটের ঘটনাই সবার নজর কেড়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটেও আছে স্বেচ্ছা আউটের ঘটনা। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসেই স্বেচ্ছা আউট হয়ে সাজঘরে ফিরে যান শ্রীলঙ্কার দুই সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে ও মারভান আতাপাত্তু। আন্তর্জাতিক ক্রিকেটে স্বেচ্ছা আউটের ঘটনা এই একটিই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি