ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ স্মিথেই ভরসা রাখছে অধিনায়ক ফিঞ্চ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৬ ১৫:৪১:৫৭
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ স্মিথেই ভরসা রাখছে অধিনায়ক ফিঞ্চ

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত অনেকেরই। ওপেনিং পজিশনে অধিনায়ক ফিঞ্চের সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। তিনে থিতু হয়েছেন মিচেল মার্শ। এরপর গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েডদের জায়গাও অনেকটা নিশ্চিত।

ফিঞ্চের কথা অনুযায়ী, পাঁচ নম্বর জায়গায় দেখা যাবে স্মিথকে। এই পজিশনে স্মিথের বিকল্প ছিল জস ইংলিস। শেষ ছয় ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ইংলিস তুলেছেন ১৭৯ রান। তবুও পাঁচ নম্বরে স্মিথের বিকল্প নিয়ে ভাবছেন না ফিঞ্চ।

তিনি বলেন, 'পাওয়ার প্লে তে আমরা যদি দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলি তাহলে স্মিথ সেখানে খেলার সামর্থ্য রাখে। টপ অর্ডারে সে দারুণ ভূমিকা রাখতে পারে। পাওয়ার প্লে'র বাইরে ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ভালোই করছে। সে চারে নামতে পারে।'

'স্মিথও মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে। সে বিশ্বের অনেক দক্ষ ক্রিকেটারের মতো ম্যাচ খুব ভালো করে পড়তে পারে। তার শুধু স্বাধীনতাটাই দরকার। খেলাটাকে সামনে এগিয়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমাদের বিশ্বাস আছে, সে এই জায়গাতেই অনেক ভালো খেলবে।'

শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মিথের স্ট্রাইক রেট ছিল একশ'র কাছাকাছি। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে স্মিথকে নিয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ