ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এখনই সময় দলের জয়ে অবদান রাখার: রুট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৬ ১৭:০৭:৪৫
এখনই সময় দলের জয়ে অবদান রাখার: রুট

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন স্টোকস। একই ম্যাচে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের। এই দুইজনের যাত্রাটা রাঙিয়ে রাখতে বড় অবদান রেখেছেন রুট।

কিউইদের বিপক্ষে লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১১ রান করেন রুট। তবে দ্বিতীয় ইনিংসে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ২০৩ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতেই কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে স্টোকসের দল।

রুট বলেন, 'এখনই আমার (স্টোকসের নেতৃত্বে দলে অবদান রাখার) সময়। সামনে এগিয়ে যেতে এটা (সেঞ্চুরি) আমার জন্য অনুপ্রেরণা। আমার নেতৃত্বে বেন (স্টোকস) দলে দারুণ অবদান রেখেছে। এখন আমার ক্যারিয়ারের দ্বিতীয় ধাপে তার (স্টোকসের) জন্য এটা করার বড় সুযোগ। আমি নিশ্চিত না যে, আমার জন্য সে যা করেছে, আমিও তার জন্য তা করতে পারবো।'

রটের কাছে লর্ডসের এই সেঞ্চুরিটা একটু বেশিই পছন্দের। এমনকি তিনি তা বুঝাতে গিয়ে উদাহরণ স্বরূপ বলেছেন, তার স্ত্রীর কাছ থেকে জন্মদিনে পাওয়া উপহারের চেয়েও এই সেঞ্চুরিটা বিশেষ কিছু। রুট বলেন, 'আমার জন্মদিনে আমার স্ত্রী আমাকে যাই উপহার দেয় না কেন, তা সম্ভবত ততটা (এই সেঞ্চুরির তুলনায়) ভালো হবে না। কিন্তু কখনও কখনও আপনার এটা প্রয়োজন। লর্ডসের নাটক সবসময় আমাকে অনুসরণ করে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ