ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শেষ হলো জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৭ ১১:৫৮:০৭
শেষ হলো জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ৫০ ওভারে আগে ব্যাট করা জিম্বাবুয়ে ২২৮ রান করে অলআউট হয়। জবাবে ইব্রাহিম জাদরানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও রহমত শাহর বড় ফিফটির সুবাদে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

বিশ্বকাপ সুপার লিগে ১১ ম্যাচে নয় জয়ে আফগানদের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৯০ পয়েন্ট। টেবিলে তিন নম্বরে উঠে এসেছে তারা। সিরিজের শেষ ম্যাচেও জিতলে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি হবে রশিদ খান, মোহাম্মদ নাবিদের।

জিম্বাবুয়ের করা ২২৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ (৪)। শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ইব্রাহিম ও রহমত।

আগের ম্যাচে ৯৪ রান করা রহমত এবার ৮৮ রান করে আউট হয়ে যান। রহমত না পারলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিকই তুলে নেন ইব্রাহিম। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৬ চারের মারে ১২০ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ব্যাট থেকে আসে ১ রান।

এর আগে ইনোসেন্ট কাইয়া ৬৩, রায়ান বার্ল ৫১ ও সিকান্দার রাজা ৪০ রানের ইনিংস খেললে কোনোমতে ২০০ পেরোয় জিম্বাবুয়ের ইনিংস। আফগানিস্তানের পক্ষে ফরিদ আহমেদ নেন ৩ উইকেট। এছাড়া রশিদ, নাবি ও ফজলহক ফারুকির শিকার ২টি করে উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ