ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এক জনের পরামর্শেই ফিরে এসেছিলেন হার্দিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৭ ১৬:১৫:১৬
এক জনের পরামর্শেই ফিরে এসেছিলেন হার্দিক

অথচ এই পেস বোলিং অলরাউন্ডারের শুরুর যাত্রা একেবারেই ভিন্ন ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসে কি বাজে ভাবেই না শুরু করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার করা প্রথম তিনটি ডেলিভারিই ওয়াইড ছিল। শেষ পর্যন্ত পাঁচ ওয়াইডসহ সেই ওভারে মোট ১৯ রান খরচ করেছিলেন হার্দিক।

এমন শুরুর পর এখানেই নিজের শেষ ভেবে নিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সেই সময়ের ভারত দলের অধিনায়ক ধোনি তাকে সাহস জুগিয়েছিলেন। অবশ্য পরের ওভারেই ফিরে এসেছিলেন হার্দিক। নিজের দ্বিতীয় ওভারে ক্রিস লিনকে সাজঘরে ফিরিয়ে অভিষেক উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ৩ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

হার্দিক বলেন, 'আমি মনে করি, আমিই প্রথম ক্রিকেটার যে, নিজের প্রথম ওভারে ২১ রান (১৯ রান) দিয়েছে। সত্যি বলছি, ভেবেছিলাম এটাই হয়তো আমার শেষ ওভার। কিন্তু আমার ভাগ্য ভালো মাহি ভাইয়ের (ধোনি) নেতৃত্বে খেলেছি, যিনি আমার ওপর অনেক আস্থা রেখেছেন, এ কারণেই আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।’

হার্দিকের যখন জাতীয় দলে অভিষেক হয়, তখন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে ছিলেন। বিশেষ করে সুরেশ রায়না, হরভজন সিং কিংবা যুবরাজ সিংয়ের মতো তারকাদের ভীড়ে দলে জায়গা পাকা করাটা তার জন্য সহজ ছিল না।

হার্দিক বলেন, 'যখন ভারত দলে ঢুকলাম, এমন লোকজনকে পেলাম, যাদের দেখে বড় হয়েছি—সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিং, এমএস ধোনি, বিরাট কোহলি, আশিষ নেহরা। আমি ভারতের হয়ে খেলার বহু আগে থেকেই তারা তারকা। এখানে আসতে পারাটাই আমার জন্য বড় কিছু।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ