ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মিলারকে বদলের পেছনে আছে আইপিএলের অবদান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৭ ১৯:৪৬:৪৬
মিলারকে বদলের পেছনে আছে আইপিএলের অবদান

এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে ফিনিশারের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মিলার। সেই সঙ্গে প্রথম আসরেই দলটির আইপিএলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন মারকুটে এই ব্যাটার। এমন পারফরম্যান্সে মন ভরেছে মিলারের।

তিনি বলেছেন, 'আমি যে পরিমাণ রান করেছি এবং যে কয়েকটা ম্যাচ শেষ করে এসেছি আমি আইপিএল শুরু আগে এমনটাই আশা করেছিলাম। মিডল অর্ডারে ব্যাটিং করলে আপনি চাইবেন খেলা শেষ করে আসতে। আমি এটা করতে পেরে দারুণ আনন্দিত।'

নিজের খেলার ধরণ নিয়ে ব্যাখ্যা দিয়ে মিলার বলেছেন, 'আমি বলবো না আমি ভিন্ন কিছু করেছি। আমি অনেক দিন ধরে খেলছি, একটি জিনিস হয়েছে এবং আমি আমার ভূমিকায় অনেক বেশি অভিজ্ঞ হয়েছি। আমি আমার খেলাটা এখন ভালো বুঝছি। আমি এখনও ঘাবড়াই এবং মনে মধ্যে নেতিবাচক ব্যাপারগুলো ঘুরপাক খায়। কিন্তু আমি এখন এগুলো বেশি ভালোভাবে সামলাতে পারি।'

আইপিএলের এমন দারুণ পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে চাপে ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার জানিয়েছেন, তার কাঁধে বাড়তি কোনো চাপ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই কিছুটা চাপ থাকে। তবে তা অভিজ্ঞতা দিয়েই সামাল দেন তিনি।

এ প্রসঙ্গে মিলারের ভাষ্য, 'আমার কাঁধে বাড়তি কোনো চাপ নেই। সিনিয়র বা জুনিয়র হিসেবে আমি যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এখানে কিছুটা চাপ থাকেই। আমার মনে হয় না এটার পরিবর্তন হবে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এটা আমি ভালোভাবে মোকাবেলা করি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ