ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পাইপলাইনে স্পিনার আছে, সময় দিতে হবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৭ ২১:০১:২৫
পাইপলাইনে স্পিনার আছে, সময় দিতে হবে

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এমন প্রশ্ন উঠে জোরেসোরেই। মেহেদি হাসান মিরাজের পর নাঈম হাসানও চোটে পড়লে ভালোমানের অফস্পিনার পাওয়া যায়নি।

ফলে বাধ্য হয়ে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে স্পেশালিস্ট অফস্পিনার ধরে দল সাজায় টাইগাররা। মোসাদ্দেক অভাব পূরণ করতে পারেননি। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে মাত্র ১২ ওভার বল করানোর সাহস করেন অধিনায়ক।

তবে কি পাইপলাইনে পর্যাপ্ত স্পিনার নেই? স্পিন আক্রমণ সাজানোর মতো যথেষ্ট বিকল্প তৈরি হচ্ছে না? মিরাজ, নাঈম, তাইজুলদের গড়ে তোলা স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম এমনটা মানতে নারাজ। তার মতে, পাইপলাইনে স্পিনার ঠিকই আছে, তাদের সময় দিতে হবে।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সোহেল বলেন, ‘একদিনেই মিরাজ, তাইজুল কিংবা নাঈম হাসান তৈরি হয়নি। যারা উঠে আসবে তাদেরও সময় দিতে হবে। আমি বলব না অফস্পিনার নেই। আমাদের আছে, এদের নার্সিং করতে হবে। তাদের আন্তর্জাতিক মানের কিছু ম্যাচ খেলাতে হবে ব্যাকআপে এবং অনুশীলনটা ওখানে লাগবে। আমি যদি ওরকম পরিবেশ তৈরি করতে না পারি বা ভালো ম্যাচ না দিতে পারি, তাহলে রেডি হওয়া আসলেই কঠিন।’

সোহেল যোগ করেন, ‘পাইপলাইন তৈরি হতেও সময় লাগে। আমরা সবাই জানি আসলে আমাদের যে ঘরোয়া ক্রিকেট হয়, ওটার সাথে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে একটা মানের পার্থক্য আছে। একটা ছেলেকে আমি পাইপলাইন থেকে যদি তুলে নিয়ে যাই, সে খুব ট্যালেন্টেড এবং ভালো, কিন্তু তারও আন্তর্জাতিক খেলার জন্য সময় দিতে হবে। আমরা হঠাৎ করে নিয়ে আসব এবং দুটো ম্যাচ দেখে তাকে বিচার করে ফেলব এটা তারও (ক্ষতির কারণ হবে)।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ