বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ডাক পেল চন্দরপল-পুত্র

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার ১২ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোচ ফিটনেস টেস্টে উতরাতে পারলে ১৩তম সদস্য হিসেবে যোগ হবেন দলে।
মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় ঠাঁই পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল। বাবার মতোই বাঁহাতি ব্যাটসম্যান তেজেনারায়ন, ব্যাটিংয়ের ধরন ও ঘরানাও প্রায় একই। লম্বা সময় উইকেট আঁকড়ে রাখতে পছন্দ করেন। তবে বাবা ছিলেন মিডল অর্ডার, ছেলে ওপেনার। কদিন আগে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন তেজেনারায়ন। সেটিই তাকে এনেছে নির্বাচকদের নজরে।
আইপিএল খেলে ফেরার পর বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই তাকে বিশ্রাম দিয়েছে বোর্ড।
রোচ শেষ পর্যন্ত ফিট হতে না পারলে ক্যারিবিয়ানদের পেস আক্রমণের নেতা হবেন ২০ টেস্ট খেলা আলজারি জোসেফ। তার সঙ্গে আছেন ৭ টেস্ট খেলা তরুণ আগ্রাসী পেসার জেডেন সিলস।
এছাড়া পেস আক্রমণে আছেন ১ টেস্ট খেলা রেমন রিফার ও কোনো টেস্ট না খেলা অ্যান্ডারসন ফিলিপ। টেস্ট অভিষেক না হলেও ফিলিপ টেস্ট স্কোয়াডে ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও। ৩টি ওয়ানডে তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
এখনও টেস্ট না খেলা আরও দুজন জায়গা পেয়েছেন স্কোয়াডে, ডেভন টমাস ও গুডাকেশ মোটি। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে টমাসের। তবে থিতু হতে পারেননি। এখনও পর্যন্ত খেলেছে ২১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি। এবার তার সামনে টেস্ট অভিষেকের হাতছানি। মূলত তিনি ব্যাটসম্যান, সঙ্গে পেস বোলিং যেমন করেন, তেমনি করেন কিপিংও।
বাঁগাতি স্পিনার মোটি স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। একটি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী এই স্পিনার।
রিজার্ভ তালিকায় আছেন শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল।রিজার্ভ তালিকায় আছেন শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল।আগামী বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে শুক্রবার থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের নামও ঘোষণা করা হয়েছে। সেই দলে আছেন তেজেনারায়ন চন্দরপল, টেস্ট দলে জায়গা হারানো রোস্টন চেইস ও জোমেল ওয়ারিক্যান।প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।
ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভ: তেজেনারায়ন চন্দরপল, শারমন লুইস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ১ম ওয়ানডে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- আগামীকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইল ও টিভিতে থেকে লাইভ দেখার উপায়
- ডিভিডেন্ড ঘোষণা নিয়ে নতুন মোড়: তালিকাভুক্ত কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন
- পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি: ৪ কোম্পানির জবাব ও সাম্প্রতিক চিত্র
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে