ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৯ ১৮:০০:৪২
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারানোর দারুণ স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা। তাই তো ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে জয়ের বিকল্প না দেখাটাই স্বাভাবিক।

যদিও বাংলাদেশ ঘরের মাঠে ২০১৮ সালে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ২ ম্যাচের সিরিজে। তবে তাদের মাটিতে ২০০৯ সালে খর্ব শক্তির উইন্ডিজ দলকে সিরিজ হারায় ২-০ ব্যবধানে। আপাতত সেসব অতীত।

ঘরের মাঠে বাংলাদেশকে পেয়ে হোয়াইটওয়াশের হুঙ্কার দিয়ে রাখলেন উইন্ডিজ দলের প্রধান নির্বাচক ও কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্স।

বৃহস্পতিবার ১২ সদস্যের দল ঘোষণার পর হেইন্স বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট অর্জন করতে চাই যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হোম কন্ডিশনের সুবিধা নিয়ে তাদের দুটি টেস্টেই হারাতে চাই এবং পয়েন্ট অর্জন করতে চাই।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসেবে ছয় নম্বরে রয়েছে উইন্ডিজ। বিপরীতে ৮ ম্যাচে মাত্র একটি জয়ে বাংলাদেশ রয়েছে তলানিতে। আগামী বৃহস্পতিবার, ১৬ জুন থেকে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ