ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বল হাতে দূদার্ন্ত,৬,৬,৬,৬,ব্যাট হাতে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১০ ২০:৩০:৫৬
বল হাতে দূদার্ন্ত,৬,৬,৬,৬,ব্যাট হাতে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন আশরাফুল

শনিবার (৪ জুন) শুরুতে ব্যাট করতে নামে লুলিংটন। দলের হয়ে ইনিংস ওপেন করতে নামেন মোহাম্মদ আশরাফুল ও পল ডওসন। ডওসন ২ রানে বিদায় নিলেও হাল ধরে ছিলেন অ্যাশ।

অন্যপ্রান্তে একের পর এক চলেছে উইকেটের মিছিল। লুলিংটনের পাঁচ ব্যাটারই আউট হন শূন্য রানে।দলের অন্য ব্যাটারদের এমন বিপর্যয়ের দিনে ৪৬ বলে হাফসেঞ্চুরি করার পর ৮৪ বলে সেঞ্চুরি করেন আশরাফুল।

১৮২ রানের ইনিংসে শুধু চারের মারেই নেন ১২৮ রান। ছক্কা হাঁকান দুটি। এমন একটা ইনিংস খেলার পর সেটি নিজের ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের হার্টথ্রব ক্রিকেটার। আশরাফুলের তেড়েফুঁড়ে সেঞ্চুরির দিনে লোয়ার অর্ডারে রায়ান ওইয়ার ৪৭ ও জেমন হুস্টন ১৪ রান করেন। ফলে ৮ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ২৬৮ রান।

জবাব দিতে নেমে কোয়ার্ডনের হয়ে একজন ব্যাটারও হাফসেঞ্চুরি করতে পারেননি। বিপর্যয়ের দিনে ১২৫ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪২ রান করেন আতিক বাটি।

লোম্বার্ড ২৩ ও জোনাথন অ্যাক্টন ২১ রান করেন। আশরাফুল ৬ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আশরাফুল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ