ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য ভুল করে বসলেন বাবর আজম, দলকে দিতে হলো জরিমানা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১১ ১১:৫৩:৫৯
অবিশ্বাস্য ভুল করে বসলেন বাবর আজম, দলকে দিতে হলো জরিমানা

বেশির ভাগ কিপার ফিল্ডিং করার সময় কিপিং গ্লাভস খুলে ফেলেন। রিজওয়ানও এক হাতের গ্লাভ খুলে মাঠে রেখে ফিল্ডিং করতে ছোটেন। অন্য পাশ থেকে বাবর আজম ছুটে আসেন স্টাম্পের পেছনে কিপারের জায়গায়, রিজওয়ানের থ্রো করা বল সংগ্রহ করতে। তখন মাঠে পড়ে থাকা গ্লাভটি হাতে পরে ফেলেন বাবর, রিজওয়ানের থ্রো থেকে বল হাতে জমান তিনি গ্লাভ পরা ওই হাতেই।

আম্পায়ারদের তা চোখ এড়ায়নি। নিয়ম অনুযায়ী, উইকেট কিপার ছাড়া আর কোনো ফিল্ডার গ্লাভস পরতে পারেন না। তাই পেনাল্টি দেওয়া হয় ৫ রান।

বাবরের ভুলে অবশ্য বড় কোনো খেসারত দিতে হয়নি দলকে। ম্যাচ তো পাকিস্তানের মুঠোতেই ছিল। ২৭৬ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ওই বলের আগে ৭ উইকেটে ১৩১। একটু পরই ১৫৫ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ১২০ রানের জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে পাকিস্তান।

বাবর এ দিন করেন ৭৭ রান। টানা চার ওয়ানডে ইনিংসে সেঞ্চুরির বিশ্বরেকর্ড তিনি ছুঁতে পারেননি স্রেফ ২৩ রানের জন্য। তবে টানা আন্তর্জাতিক ইনিংসে ফিফটি ছোঁয়ার রেকর্ড ঠিকই গড়েন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ