ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময় ও একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১১ ১৪:৫৫:৩৬
আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময় ও একাদশ

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে রক্ষণ ঠিক রাখতে আগের ছকে খেলাতে চাইছেন। সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে বাংলাদেশ। তেকাঠির নিচে আস্থার নাম আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষতো আছেনই।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন। আর ‘নাম্বার নাইন’ হিসেবে থাকছেন সাজ্জাদ হোসেন।

প্রতি আক্রমণে উঠে গোল করতে হলে সাজ্জাদকে আজ আরও সক্রিয় হতে হবে। এছাড়া দুই উইংয়ে ইব্রাহিম ও রাকিবকেও বেশি দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই। তিন পয়েন্ট পেতে হলে যে গোল করতে হবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ