ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১১ ২১:১৭:৪৬
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করল আফগানিস্তান। রারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সিকান্দার রাজা। ৩১ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।

এছাড়া অন্যান্যদের মধ্যে ওপেনার ওয়েসলে মাধেভেরে ২৪ বলে ৩২ ও রেগিস চাকাভা ২৪ বলে ২৯ রান করেন। আফগানিস্তানের পক্ষে তিনটি উইকেট শিকার করেন অভিষিক্ত নাজাত মোহাম্মদ। এছাড়া অধিনায়ক মোহাম্মদ নবি, ফজলহক ফারুকি ও রশিদ খান একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে দলকে ৮৩ রান এনে দেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। তবে গুরবাজ খেলেছেন ধীর গতিতে। ৩৬ বলে ৩৩ রান করে তিনি বিদায় নিলে খেই হারায় সফরকারী দল।

এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

রায়ান বার্লের করা পরের ডেলিভারিতেই আউট হন জাজাই, তার আগে ৪৫ রান করেন ২৬ বলের মোকাবেলায়। একই ওভারে উসমান ঘানিকেও শিকার করেন রায়ান বার্ল। বার্লের তিন শিকারে ভালো শুরুর পরও ব্যাকফুটে চলে যায় আফগানরা।

তবে শেষ ৩০ বলে ৬১ রান নিয়ে আফগানিস্তান ঠিকই জয় ছিনিয়ে নেয়। ২৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় এনে দেন নাজিবউল্লাহ জাদরান। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ৮ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবী।

সংক্ষিপ্ত স্কোরটস : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে : ১৫৯/৮ (২০ ওভার)রাজা ৪৫, মাধেভেরে ৩২, চাকাভা ২৯নিজাত ৩৯/৩, রশিদ ২১/১

আফগানিস্তান : ১৬০/৪ (১৯.২ ওভার)জাজাই ৪৫, নাজিবউল্লাহ ৪৪*বার্ল ১৪/৩, জংওয়ে ৩৪/১

খেলার সকল আপডেট থেকে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ