ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: এমবাপেকে ‘কেটে’ বাদ দিয়ে দিলো রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১২ ১৫:৩৭:৩৭
ব্রেকিং নিউজ: এমবাপেকে ‘কেটে’ বাদ দিয়ে দিলো রিয়াল মাদ্রিদ

তাই ধারণা করা হচ্ছিল, ফ্রি ট্রান্সফারেই রিয়ালে যোগ দেবেন এমবাপে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিএসজির সঙ্গেই তিন বছরের নতুন চুক্তি করেছেন এ তরুণ তারকা। আর এমবাপেকে না পেয়ে তারই স্বদেশি আরেক তরুণ অরেলিয়েন চুয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার আনুষ্ঠানিকভাবে চুয়ামেনিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। চুয়ামেনির স্বদেশি রিয়াল তারকা করিম বেনজেমার সঙ্গে একটি ছবি আপলোড করে রিয়ালের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে ‘চুয়ামেনিকে স্বাগতম।’

মজার বিষয় হচ্ছে, সেই একই ছবিতে বেনজেমা ও চুয়ামেনির সঙ্গে ছিলেন এমবাপেও। কিন্তু বেনজেমাকে রাখলেও, এমবাপেকে এক পাশ থেকে কেটে বাদ দিয়েই সেই ছবিটি আপলোড করেছে রিয়াল মাদ্রিদ। যা এরই মধ্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

কেউ কেউ বলছেন, রিয়ালকে শেষ মুহূর্তে না করে দেওয়ায় এমবাপেকে ছবি থেকে বাদ দিয়ে ঠিক কাজই করেছে রিয়াল। কেউ বা আবার প্রশ্ন তুলছেন রিয়ালের পেশাদারত্বেরও। একজন পেশাদার খেলোয়াড়কে এভাবে বিব্রত করা ঠিক হয়নি বলেও মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে ছয় বছরের চুক্তিতে চুয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল। আনুষ্ঠানিকভাবে দলবদলের ফি জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, চুয়ামেনিকে দলে পেতে রিয়ালকে গুনতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ