ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ঘোষণা করা হলো ‘মে’ মাসের সেরা ক্রিকেটারের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৩ ১৫:০৩:৪৫
ঘোষণা করা হলো ‘মে’ মাসের সেরা ক্রিকেটারের নাম

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মের জন্য ‘মে’ মাসের সেরা হওয়ার তালিকায় জায়গা করে নিয়েছিলেন লঙ্কান ম্যাথুজ, পেসার ফার্নান্দো এবং টাইগার ক্রিকেটার মুশফিক।

ব্যাটসম্যানদের মধ্যে দুই ম্যাচের এই সিরিজে দুটি করে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক এবং ম্যাথুজ দুজনেই। এরমধ্যে ১৯৯ ও ১৪৫ রানের দুটি ম্যারাথন ইনিংস খেলেছিলেন ম্যাথুজ। দুই টেস্টের সিরিজে দুই ইনিংসে ৩৪৪ রান করেছিলেন এই লঙ্কান অভিজ্ঞ ব্যাটার।

অপরদিকে মুশফিক এক ইনিংস বেশি খেলে সিরিজে রান করেছিলেন ৩০৩ রান। এরমধ্যে এক ম্যাচে দেড়শ পেরিয়ে অপরাজিত ছিলেন ১৭৫ রানে। আরেক ইনিংসে শতক হাঁকিয়ে আউট হয়েছেন ১০৩ রানে।

সেরা হওয়ার তালিকায় থাকা লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। তবে ফার্নান্দো ও মুশফিককে টপকে সেরা হলেন ম্যাথুজই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ