ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টেস্ট ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৩ ২০:৫৪:৫৪
টেস্ট ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন কেবল দুই স্পিনার। আর তারা হলেন মুত্তিয়া মুরালিধরন ও অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মুরালি। আর ১৪৫ টেস্টে ওয়ার্নের শিকার ৭০৮ উইকেট।

পেসারদের মধ্যে অ্যান্ডারসনের পরেই আছেন সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ম্যাকগ্রার শিকার ৫৬৩ উইকেট। আরেক ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড ৫৪৩ উইকেট নিয়ে এখনো খেলছেন। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জো রুট ও ওলি পোপের দুর্দান্ত সেঞ্চুরির পরও লিড নিতে পারেনি স্বাগতিক ইংল্যান্ড।

১৪ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে তারা। নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের জবাবে চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই ৫৩৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ৪৭৩ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে দিনের শুরুতে ইংল্যান্ড হারায় জো রুটকে। ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রুট।

মাঠ ছাড়ার আগে বার ব্যাট থেকে ১৭৬ রান। দলীয় ৫১৬ রানে রুটের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পরে ইংল্যান্ডের ইনিংস। কিউই বোলারদের সমানে একেবারেই থিতু হওয়া সম্ভব হয়নি আর কোনো ইংলিশ ব্যাটারের পক্ষে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ