ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টেস্ট দল থেকে ছিটকে গেল এক টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৪ ২০:০০:২২
টেস্ট দল থেকে ছিটকে গেল এক টাইগার ক্রিকেটার

দারুণ সম্ভাবনাময় এই ডান হাতি ব্যাটার টিম কম্বিনেশনের জন্য এতদিনে মাত্র ৫টি টেস্ট খেলতে পেরেছেন। তবে এই সফরে তার খেলার সম্ভাবনা ছিল বেশি। কেন না, মুশফিকুর রহিম ছুটিতে থাকায় ইয়াসিরের দলে থাকাটা একরকম নিশ্চিতই ছিল।

তবে চোটে পড়ায় এখন ওয়ানডে সিরিজেও খেলা হবে কী না সেটা বলা বাহুল্য। ইয়াসিরকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বায়েজিদ ইসলাম বলেছেন, ‘এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময়ের প্রয়োজন। এ কারণে সে (ইয়াসির) টেস্ট সিরিজ খেলতে পারবে না।’

আগামী ১৬ জুন, বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ