ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল টি-স্পোর্টস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৫ ১৫:৫৭:৫৫
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল টি-স্পোর্টস

তবে বাংলাদেশে ভক্তদের জন্য দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দেখাবেনা বাংলাদেশের কোন টিভি চ্যানেল (আজ দুপুর পর্যন্ত খবর)। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে জিটিভি। এরপর তাদের সাথে যুক্ত হয় দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।

অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলও সরাসরি সম্প্রচার করে থাকে প্রতিটি খেলা। কিন্তু টিএসএমের সঙ্গে টিভিগুলোর পুরোনো ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য কেউই এগিয়ে এসে বিষয়টি সমাধান করতে চাইছে না। টি স্পোর্টসের ইনপুট এডিটর আহমেদ রাকিব বলেছেন, “আমাদের তরফ থেকে ভালো কোনো খবর নেই। আমরা এবার খেলা দেখাচ্ছি না।”

এছাড়া গাজী টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছে, “২০২০ থেকে আমরা সরাসরি টিভি সম্প্রচার স্বত্ব কেনা বন্ধ করে দিয়েছি। আমরা কনসোর্টিয়ামের মাধ্যমে টিভি স্বত্ব কিনছি। সেখান থেকে কিনেই আমরা আমাদের চ্যানেলে দেখাচ্ছি। আমরা সব সময়ই খেলা দেখানোর জন্য প্রস্তুত। কিন্তু এবার আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ