ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্যভাবে ম্যাচের মাঝপথেই দুই খেলোয়াড়কে ডেকে নিলো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৬ ১২:০১:৩২
অবিশ্বাস্যভাবে ম্যাচের মাঝপথেই দুই খেলোয়াড়কে ডেকে নিলো অস্ট্রেলিয়া

সেই দুই খেলোয়াড় হলেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড ও অনভিষিক্ত বাঁহাতি স্পিনার ম্যাথ্যু কুহনেমান। অবশ্য এক খেলোয়াড়কে হারিয়ে দুজনকে নেওয়ার কারণও রয়েছে। স্টয়নিসের মতো একই সমস্যায় ভুগছেন অ্যাশটন অ্যাগার। তাকে নিয়েও নিশ্চিত হতে পারছে না সফরকারীরা।

তাই মূলত স্টয়নিস ও অ্যাগারের জায়গায়ই হেড ও কুনহেমানকে ডেকে নেওয়া হয়েছে। এ দুজনই খেলছিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচে। সেই ম্যাচের দ্বিতীয় দিন শেষেই তাদেরকে জাতীয় দলের জন্য ডেকে নেওয়া হয়েছে।

হাম্বানটোটায় চার দিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৯ বলে ৩৯ রান করেছিলেন হেড। আর কুহনেমান ১৪ ওভারে ৪১ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। তাদের জায়গায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটার জিমি পিয়ারসন ও লেগস্পিনার তানভীর সাঙ্ঘা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ