ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

‘মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৭ ১৬:২৬:১২
‘মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক’

মুস্তাফিজের পরের ইনসুইঙ্গিগ এক ডেলিভারিতে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন ব্র্যাথওয়েট। কিন্তু সেটি হাতে জমাতে পারেননি বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। মুস্তাফিজের বলে পরে ক্যাচ উঠেছিল আরেকটি। সেটি মিস করেন লিটন দাস। দুটি মিস গেলেও উইন্ডিজদের হারানো দুই উইকেট শিকার করেছেন টাইগার পেসাররাই।

ফলে প্রথম দিন শেষে টাইগার পেসারদের বোলিং পারফরম্যান্সে বেশ খুশি অধিনায়ক সাকিব। বিশেষ করে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা মুস্তাফিজতো ছিলো অসাধারণ। ১২ ওভার করে ৬ মেডেনে মাত্র ১০ রান দিয়েছেন তিনি। খালেদও ৯ ওভারে দিয়েছেন ১৫ আর এবাদতের ১২ ওভার থেকে ১৮ রান নিতে পেরেছে ক্যারিবিয়ানরা।

পেসারদের বোলিং নিয়ে তাই সাকিবের কণ্ঠে স্তুতি ঝরে পড়েছে। পেস অ্যাটাক নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আজকের (প্রথম) দিনে আমি খুবই খুশি, কিছু হাফ চান্স ছিল। ওগুলা যদি নিতে পারতাম, তাহলে পেসারদের জন্য ভালো একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরে পাইনি। ওভারঅল পেস ইউনিটটা খুবই ভালো বল করেছে।

পার্টনারশিপে ভালো বল করেছে। মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার মনে হয় খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সবসময় আমাদের ভালো বল করছে টেস্টে। সো তিনটা বোলারই আমার মনে হয় ভালো বল করেছে।

আমি বলবো ওরা একটু আনলাকি ছিলো যে, আরও দুটি উইকেট ওরা হয়ত পেতে পারতো। যেটা হয়ে গেলে আমরা মোটামুটি ভালো অবস্থানে থাকতাম।

যদি ধরেন যে, ১০০ রানে ৪ উইকেট থাকতো তাহলে যেটা হতো যে, কাল যদি আমরা ওদের আর ১০০ রানে অলআউট করে দিতে পারতাম। আমরা ম্যাচে থাকার মতো অবস্থানে থাকতাম। এখনো হবে না তা বলছি না, হতে পারে। কিন্তু ওদের যেহেতু বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে।

কালকেও এসে আমাদের একই কাজ আবার করতে হবে। এটাই আসলে আমাদের বোলারদের চ্যালেঞ্জ হবে। কালকে যেহেতু উইকেট আরেকটু বেটার হবে সেখানে আমরা আরও কত ডিসিপ্লিনড ওয়েতে বল করতে পারি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ