ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

২য় দিনের প্রথম সেশনেই মিস তিনটি ক্যাচ, এখানেই পিছিয়ে আমরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৭ ২২:৩২:০৩
২য় দিনের প্রথম সেশনেই মিস তিনটি ক্যাচ, এখানেই পিছিয়ে আমরা

৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলেও আজ দ্বিতীয় দিনে নিয়েছে লিড। তবে প্রথম সেশনে বাংলাদেশ মিস করেছে ৩টি ক্যাচ। দুটি ক্যাচ হাত ফসকে গেলেও একটি ক্যাচের আবেদনই করেননি উইকেট রক্ষক নুরুল হাসান সোহান।

৬৮তম ওভারের তৃতীয় বলে ব্যাক-ফুটে খেলতে গিয়ে ক্যাচ তুলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ফিল্ডার মাহমুদুল হাসান জয় নিতে পারেননি ক্যাচ। উইন্ডিজ অধিনায়ক জীবন পান ৬৩ রানে।

এর আগে ৫৮তম ওভারের চতুর্থ বলে খালেদের বলে ক্যাচ তোলেন এনক্রুমাহ বোনার। প্রথম স্লিপে থাকা নাজমুল হাসান শান্ত যেন দেখেনইনি বল যে তার পাশ দিয়ে চলে যাচ্ছে।

এছাড়া এবাদত হোসেনের বল বোনারের ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষকের হাতে গেলেও আবেদন করেননি উইকেটের। বলা যায় প্রথম সেশনটা হতাশার। তবে ৬৩তম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বোনার। ফেরার আগে খেলেন ৯৬ বলে ৩৩ রানের ইনিংস।

মধ্যাহ্ন বিরতির আগে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান। লিড নিয়েছে ৫৬ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ