ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একাদশে না থেকেও মিরাজের সাফল্যে বড় অবদান রাখলেন তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৮ ০৯:৫৭:৩৯
একাদশে না থেকেও মিরাজের সাফল্যে বড় অবদান রাখলেন তাইজুল

তবে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ২৪ বছর বয়সী এ অফস্পিনার। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে বেঁধে রাখার পথে সবমিলিয়ে ২২.৫ বোলিং করে ৫৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মিরাজ।

অর্থাৎ দ্বিতীয় দিন ১৫.৫ ওভারে মাত্র ৩১ রান দিয়েই নিয়েছেন ৪টি উইকেট। যেখানে ছিল চারটি মেইডেন ওভারও। দুই দিনের দুই রকম প্রদর্শনীর পেছনে মুমিনুল হক ও তাইজুল ইসলামকে বড় কৃতিত্ব দিয়েছেন মিরাজ।

এই ম্যাচে দলে না থাকলেও সতীর্থকে পরামর্শ দিয়ে ঠিকই অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার তাইজুল। দিনের খেলা শেষে মিরাজ বলেছেন, ‘প্রথম দুই স্পেলে আমি সঠিক জায়গায় বল করিনি। তাই হতাশ ছিলাম। আমার মনোযোগ ফেরানো প্রয়োজন ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘মুমিনুল (হক) ও তাইজুল (ইসলাম) আমাকে সাহায্য করেছে। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সমর্থন দিয়েছে। ঘুরে দাঁড়াতে সাহায্য করায় তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।’

এসময় নিজের বোলিংয়ের বিশ্লেষণ করে তিনি আরও বলেন, ‘উইকেট খানিক ধীরগতির। তাই আপনি যদি টানা সঠিক জায়গায় বোলিং করেন তাহলে সুযোগ আসবেই। তাই আমি (দ্বিতীয় দিন) বেশি বেশি ডট বল করতে চাচ্ছিলাম।’

মিরাজ আরও বলেন, ‘প্রথম দিন আমি উইকেটের জন্য বল করছিলাম। এটিই সমস্যা হয়ে যায়। পরে আমি রান কমিয়ে বোলিং শুরু করি। আমার মনে হচ্ছিল ওভারপ্রতি দুই-আড়াই রান করে দিলেই সুযোগ পাবো। এসব জিনিসই আমার পক্ষে কাজ করেছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ