ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জেতার জন্যই খেলবে আমরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৮ ১২:১৪:০৪
জেতার জন্যই খেলবে আমরা

তিনদিন বাকি থাকলেও বাংলাদেশের হাতে উইকেট আছে আটটি। ক্যারিবীয়দের থেকে পিছিয়ে থাকলেও খালেদ আহমেদ বলছেন, অ্যান্টিগায় জয়ের জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। সেই সঙ্গে ডানহাতি এই পেসার জানিয়েছেন, উইকেট থেকে সুবিধা পাচ্ছেন ব্যাটাররা।

সতীর্থদের ওপর ভরসা রেখে খালেদ বলেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্‌। আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ্‌ ভালো খেলবে।’

সাউথ আফ্রিকায় ভালো করলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিষ্প্রভ ছিলেন খালেদ। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে বোলিং করলেও কোনো উইকেট পানি ডানহাতি এই পেসার। তবে অ্যান্টিগা টেস্টে দারুণ লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছেন তিনি। তাতে সাফল্যও পেয়েছেন খালেদ।

অ্যান্টিগা টেস্টে ২২ ওভার বোলিং করে নিয়েছেন দুই উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ৯৪ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরানোর পর শেষ দিকে মিরাজের দুর্দান্ত ক্যাচে আরেক হাফ সেঞ্চুরিয়ান জার্মেইন ব্ল্যাকউডকেও আউট করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর নিজের বোলিং নিয়ে তৃপ্ত খালেদ।

তিনি বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ