ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিশ্বাস ছাড়া কি ক্রিকেট খেলা হয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৮ ১৩:৫৮:৩৬
বিশ্বাস ছাড়া কি ক্রিকেট খেলা হয়

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান প্রথম দিনের সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন দলের সামনে দুটি পথ খোলা। হয়ত ম্যাচ ছেড়ে দেওয়া বা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। পরের পথই বেছে নিয়েছে সাকিবসহ দলের বাকি ক্রিকেটাররা। অধিনায়ক সাকিবের সেই বিশ্বাসের বার্তা ছড়িয়ে গিয়েছিল ড্রেসিং রুমের বাকি সবার মাঝেও।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার পেসার খালেদ সেই বিশ্বাসের বার্তা নিয়ে বলেন, ‘হ্যা অবশ্যই, বিশ্বাস তো থাকবেই, বিশ্বাস ছাড়া কী ক্রিকেট খেলা হয়। আমাদের বোলারদের বিশ্বাস ছিল যে, আমরা পারবো। ওরা যেহেতু পারছে আমরাও কমে অলআউট করতে পারবো।

প্রথম দিন উইকেটে কিছুটা ময়েশ্চার ছিল। দ্বিতীয় দিন অবশ্য উইকেট ড্রাই হয়েছে। সাকিব ভাই বলে দিয়েছিল, উইকেটটা একটু ড্রাই হবে তোরা তোদের প্রসেসে থাকিস। আমাদের যে প্রসেসটা বলে দিয়েছে আমরা সেটা মেনে চলার চেষ্টা করেছি।

উনি আমাদের বলছিল, আরও কমে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করছি কিন্তু ১০-২০ রান বেশি হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ, যা হইছে ভালো হইছে। এখন উইকেট অলমোস্ট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য এতটাও হেল্প নাই।

গতকালকে যে স্পেলগুলো হইছে, সেখানে যদি আরও দুইটা উইকেট বেশি থাকতো আরও ভালো লাগতো। তবে পরেরদিন (দ্বিতীয় দিন) আমরা উইকেট পাইছি।’

দলের এই বিশ্বাস বজায় থাকলে আর বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিতে পারলে যেকোনো কিছুই ঘটতে পারে। যদিও প্রথম ইনিংস শেষে বাংলাদেশ এখনো ১১২ রানে পিছিয়ে আছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ