ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

'তিন ফরম্যাটেই খেলার কোয়ালিটি আছে আমার'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৮ ১৭:৫৫:২৮
'তিন ফরম্যাটেই খেলার কোয়ালিটি আছে আমার'

বাংলাদেশের জার্সিতে রাব্বির অভিষেক হয় ২০১৬ সালের অক্টোবরে। ইংলিশদের বিপক্ষে সেই টেস্ট ম্যাচের পর আর মাত্র ছয়টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। তাও সর্বশেষ ম্যাচ টেস্ট খেলেছেন ২০১৮ সালের জুলাইয়ে। আর বাকি দুই ফরম্যাটে এখনও অভিষেকই হয়নি তার।

গত কয়েক বছর ধরে জাতীয় দলের আলোচনায় না থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই পেসার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বল হাতে দারুণ সময় পার করেছেন তিনি। ডিপিএলের ওয়ানডে সংস্করণে আবাহনীর হয়ে চার ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। তার ইকোনোমিও ছিল চোখে পড়ার মতো।

রাব্বি বলেন, 'তিন ফরম্যাটেই আমি ফিরে আসবো। আমি অনেক কম বয়সে ক্রিকেট শুরু করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে আমার ১৪ বছর হয়ে গেছে। আমি মনে করি, এখনও তিন ফরম্যাটেই খেলার মতো আমার কোয়ালিটি আছে।'

সর্বশেষ ডিপিএলের ওয়ানডে সংস্করণে যেমন সফল ছিলেন রাব্বি তেমনি এই আসরের টি-টোয়েন্টি সংস্করণেও আলো ছড়িয়েছেন এই পেসার। এমনকি সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বল হাতে ধারাবাহিক ছিলেন তিনি।

রাব্বি বলেন, 'আপনি প্রত্যেকটা ঘরোয়া টুর্নামেন্ট দেখবেন, যদি পারফর্ম না করতাম তাহলে এখানেও সুযোগ পেতাম না। আর আমি যদি পারফর্ম না করতাম তাহলে পরের টুর্নামেন্টেও সুযোগ পেতাম না। বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন সব জায়গাতেই। তো পারফর্ম করছি বলেই টিকে আছি, পারফর্ম না করএল তো টিকে থাকতাম না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ