ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশকে পেছনে ফেলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২০ ১৬:১৫:০৯
ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশকে পেছনে ফেলার

এক ম্যাচ হাতে রেখেই লিগ জিতেছে ইয়ন মরগানের দল। শেষ ম্যাচে জিততে পারলে এবং নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করতে পারলে ওডিআই লিগে শীর্ষস্থান দখল করবে ইংলিশরা।

বাংলাদেশ বর্তমানে ১৮ টি ম্যাচে ১২ টি জয়ের মধ্যে ১২০ পয়েন্ট নিয়ে ওডিআই প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে ইংল্যান্ড সংগ্রহ করেছে ১১৫ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলে বাংলাদেশকে ১২৫ পয়েন্টে হারিয়ে দেবে ইংল্যান্ড। তবে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো করতে পারলেই আবারও শীর্ষস্থান পনরুদ্ধার করতে পারবে টাইগাররা। এর আগে রোববার (১৯ জুন) আমস্টেলভিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে ম্যাচটি খেলা হয় ৪১ ওভারে। নির্ধারিত ওভারে ৭ উইকেটে নেদারল্যান্ডস স্কোরবোর্ডে তোলে ২৩৫ রান।

নেদারল্যান্ডসের হয়ে ৭৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন স্কট এডওয়ার্ডস। এ ছাড়াও বাস ডি লিড করেছেন ৩৪ আর লোগান ভ্যান বেক করেছেন অপরাজিত ৩০ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে টোপলি ও মঈন আলি বাদে সবাই উইকেটের দেখা পেয়েছেন। দলের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

রান তাড়া করতে নেমে দারুণ ওপেনিং জুটি গড়েন রয় ও সল্ট। তাদের ওপেনিং জুটি থেকেই আসে ১৩৯ রান। রয় করেন ৭৩ এবং সল্ট করেন ৭৭ রান। এরপর ৫০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মালান। তবে ব্যাটিংয়ে আজও ব্যর্থ ছিলেন অধিনায়ক মরগান। ৭ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

শেষ দিকে মঈন আলির ৪০ বলে ৪২ রানের ইনিংসে সহজ জয় পায় ইংল্যান্ড। নেদারল্যান্ডসের সবচেয়ে সফল বোলার ছিলেন আরিয়ান ডাট। তিনি ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন টিম প্রিঙ্গল ও টিম কুপার।

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংলিশরা। প্রথম ম্যাচে ২৩২ রানের বিশাল জয় পেয়েছিল তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছিল মরগানের দল। নির্ধারিত ৫০ ওভারে তারা করেছিল ৪৯৮ রান। এর আগের রেকর্ডটাও তাদেরই ছিল। ২০১৮ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের দলীয় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ