ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের জন্য ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা করলো ইরফান পাঠান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২০ ১৭:২৬:৪১
বিশ্বকাপের জন্য ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা করলো ইরফান পাঠান

ইতিমধ্যেই বিশেষজ্ঞরা ভারতীয় একাদশ নিয়ে নানা মতামত দিচ্ছেন। দিন দুয়েক আগেই যেমন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর বললেন, বিশ্বকাপের ভারতীয় একাদশে রিশাভ পান্তেরও জায়গা পাওয়া কঠিন হবে।

এবার একইরকম মত দিলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি। যাতে জায়গা হয়নি পান্তের। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে পাঠান বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে, আপনাকে পাওয়ারফুল স্টার্ট করতে হবে। কারণ বলে অনেক বেশি সুইং করবে। তাই সেখানে অভিজ্ঞ খেলোয়াড়ের দরকার।’

বিরাট কোহলি সর্বশেষ আইপিএলে একদমই ফর্মে ছিলেন না। তারপরও সাবেক অধিনায়কের অভিজ্ঞতার ওপর ভরসা রাখতে চান পাঠান। তিনি যোগ করেন, ‘কোহলি হয়তো ইদানীং পারফর্ম করছে না। কিন্তু অস্ট্রেলিয়ায় সে অনেক রান করেছে।’

পাঠান তার দলে রেখেছেন মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদবকে। সঙ্গে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা। উইকেটরক্ষক হিসেবে পাঠানের পছন্দ পান্তের বদলে দিনেশ কার্তিককে।

ইরফান পাঠানের পছন্দের ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ