ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

রক্ত জমা চোখের আঘাত নিয়েই ছুটছেন মাশরাফী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২২ ১০:০৪:৪০
রক্ত জমা চোখের আঘাত নিয়েই ছুটছেন মাশরাফী

কিন্তু গত সোমবার (২০ জুন) নিজ এলাকায় জনসাধারণের সুবিধা অসুবিধা জানতে মোটরসাইকেলে সফরের এক পর্যায়ে দুপুরের দিকে সদর উপজেলার মাইজপাড়ায় দুর্ভাগ্যক্রমে একটি ছোট্ট পাখির আঘাতে মাশরাফীর ডান চোখ মারাত্মকভাবে ফুলে ওঠে।

তাৎক্ষণিক চোখের একটু পরিচর্যা, সেই ফাঁকে সামান্য বিশ্রাম নিয়েই পূর্ব নির্ধারিত সব প্রোগ্রাম বিরামহীন শেষ করেন গভীর রাত পর্যন্ত। তবে বিশ্রাম নেওয়ার সময় নেই মাশরাফি বিন মুর্তজার।

চোখের খারাপ অবস্থার পরেও এলাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২১ জুন) সাধারণ মানুষের খোঁজখবর জানতে নিজ নির্বাচনী এলাকার নানা প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি।

নিজ নির্বাচনী লোহাগড়া উপজেলায় দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি। এ দিন জনপ্রতি ১০ হাজার টাকা করে ৩০ দুস্থ নারী পুরুষের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ