ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফের মাঠে ফিরছেন কোহলির দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৪ ১৯:৫৮:৩৯
ফের মাঠে ফিরছেন কোহলির দল

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে শেষবার টেস্ট খেলেছিলেন মুরলী বিজয়। আইপিএল-এর মঞ্চে তাঁকে ২০২০ সালে দেখা গিয়েছিল। এরপর প্রায় দুই বছর মাঠের থেকে দূরে ছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ফলে এ বার তাঁর কামব্যাক যে চ্যালেঞ্জিং হবে সেটাই জানালেন এই ওপেনার।

মুরালি বিজয় ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে শেষবার টেস্ট খেলেছিলেন। তাকে ২০২০ সালে আইপিএল মঞ্চে দেখা গিয়েছিল। প্রায় দুই বছর তিনি সেখানে মাঠের বাইরে ছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ফলে এবার তার ফেরাটা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন এই ওপেনার।

মুরলী বিজয় বলেন, "দুই বছর মাঠে বাইরে থাকা অনেক বড় ব্যাপার। কিন্তু পরিবারকে সময় দেওয়ার দরকারও ছিল। আসলে এই মুহূর্তে আমার কোনও টার্গেট নেই। ভারতীয় দলে ফেরার সম্ভাবনাও নেই। তাই এখন শুধু ক্রিকেট উপভোগ করতে চাই। যতদিন ক্রিকেট উপভোগ করব, ততদিন খেলে যাব।"

৬১টি টেস্টে ৩৯৮২ রান করেছিলেন মুরলী বিজয়। সঙ্গে রয়েছে ১২টি শতরান ও ১৫টি অর্ধ শতরান। লাল বলের ক্রিকেটে জাত চেনালেও, দেশের হয়ে সীমিত ওভারের ফরম্যাটে একেবারেই দাগ কাটতে পারেননি তিনি। এ দিকে অফ ফর্ম ছাড়া ২০১৮ সালের দিকে চট-আঘাতে জর্জরিত ছিলেন তিনি। তাই মুরলী বিজয়কে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ