ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টানা দুই বলে দুইবার আউট হয়েও বেচে গেলেন জয়ের, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৪ ২০:৫২:১৮
টানা দুই বলে দুইবার আউট হয়েও বেচে গেলেন জয়ের, দেখেনিন সর্বশেষ স্কোর

আজ থেকে সেইন্ট লুসিয়াতে শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে আচরণ করছে এই ওপেনার। তামিম ইকবাল একপ্রান্তে রান তুললেও জয় রান পান দশটা বল খেলার পর।

তবে মজার ব্যাপার হলো দলীয় ১৫ রানের মাথায় কেমার রোচের চতুর্থ ওভারের তৃতীয় বলে এলবিডব্লুর আবেদন হলে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেন। তবে তামিমের পরামর্শে রিভিউ নিলে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেতে।

প্রথমবার বেঁচে যাবার পর পরের বলে আবারও একই ঘটণা। এবারও রিভিউ নেন, তাতে দেখা যায় ব্ল বেরিয়ে গেছে লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। তামিম ২৭ ও জয় ৮ রানে অপরাজিত রয়েছেন। সেইন্ট লুসিয়ায় টসে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ