ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আবারও উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৪ ২২:০৩:৩৪
আবারও উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

পরের বলেই ফ্লিক করে মিড উইকেট দিয়ে চার মেরে নিজের ও বাংলাদেশের রানের খাতা খুলেন বাঁহাতি এই ওপেনার। এরপর অবশ্য খানিকটা দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে ফিরতে পারতেন মাহমুদুল হাসান জয়ও। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার। রোচের বলে লেগ বিফোর উইকেটের আবেদন হলে আউট দেন আম্পায়ার। তবে তামিমের সঙ্গে কথা বলে তিন সেকেন্ড থাকতে রিভিউ নেন জয়।

রিপ্লে অনুযায়ী রোচের বল লেগ স্টাম্প মিস করে। তাতেই বেঁচে যান তরুণ এই ওপেনার। রোচের পরের বলেও জয়কে লেগ বিফোর উইকেটে আউট দিয়েছিলেন আম্পায়ার। আবারও রিভিউ নিয়ে টিকে যান জয়। পরের ওভারে রোচের অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্ট দিয়ে চার মারেন তরুণ এই ওপেনার। আর পরের ওভারে জেইডেন সিলসের শর্ট অব গুড লেংথ ডেলিভারিতে চার মারেন তামিম।

সেই ওভারের তৃতীয় বলে তামিমের বিরুদ্ধে রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে কোনো সংস্পর্শ না হওয়ায় আবারও রিভিউ হারায় ক্যারিবীয়রা। নিজের অভিষেক ম্যাচে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান অ্যান্ডারসন ফিলিপ। ডানহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন জয়। এদিন ৩১ বলে ১০ রান করেছেন তরুণ এই ওপেনার। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তামিম।

দিনের শুরু থেকেই খানিকট আক্রমণাত্বক ছিলেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও তা করতে পারেননি তামিম। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে কভার দিয়ে খেলতে গিয়ে ব্যাট-বলে টাইমিং করতে না পারায় জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৯ চারে ৬৭ বলে ৪৬ রান করেছেন তামিম।

সিরিজের প্রথম টেস্টে টস হেরেছিলেন সাকিব আল হাসান। অ্যান্টিগার পর এবার সেন্ট লুসিয়াতেও টস হেরেছেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক। এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

লম্বা সময় ধরেই ছন্দে নেই মুমিনুল হক। বাজে ফর্মের কারণে সেন্ট লুসিয়া টেস্ট থেকে জায়গায় হারিয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। প্রায় ৮ বছর পর টেস্ট একাদশে ফিরলেন তিনি।

এদিকে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। একাদশে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। গুদাকেশ মোতির জায়গায় সেন্ট লুসিয়াতে খেলছেন অ্যান্ডারসন ফিলিপ।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া ডি সিলভা, রেইমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ - ৬৮/২ (২৩ ওভার) (তামিম ৪৬, জয় ১০, শান্ত ১২*)

হাফ সেঞ্চুরির আগে ফিরলেন তামিম

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ