ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য ব্যাটিং ঝড়, টেস্টকে টি-টোয়েন্টি বানালেন বেয়ারস্টো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৫ ০৯:২৫:১৮
অবিশ্বাস্য ব্যাটিং ঝড়, টেস্টকে টি-টোয়েন্টি বানালেন বেয়ারস্টো

দ্বিতীয় দিনেই টেস্টটা হাতের মুঠোয় চলে আসতে পারতো নিউজিল্যান্ডের। লিডসে প্রথম ইনিংসে ৩২৯ করা কিউইরা যে ৫৫ রানে তুলে নিয়েছিল ইংল্যান্ডের ৬ উইকেট।

সেখানে দাঁড়িয়ে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন করলেন জনি বেয়ারস্টো। সঙ্গী ছিলেন জেমি ওভারটন। সপ্তম উইকেটে ২০৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা।

বেয়ারস্টো ১২৬ বল খেলে করেছেন হার না মানা ১৩০ রান। ১০৩.১৭ স্ট্রাইকরেটের ইনিংসে ২১টি বাউন্ডারি হাঁকিয়েছেন মারকুটে এই ব্যাটার।

সঙ্গী জেমি ওভারটনও খুব পিছিয়ে নেই। ১০৬ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৯ রান নিয়ে তিনিও আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ইংল্যান্ড পিছিয়ে আছে ৬৫ রানে।

অথচ ট্রেন্ট বোল্ট-নেইল ওয়েগনারদের তোপে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের একজনও দুই অংক ছুঁতে পারেননি। এর মধ্যে বোল্টের বলে বোল্ড হন তিনজন-অ্যালেক্স লিস (৪), জ্যাক ক্রলি (৬) আর ওলি পোপ (৫)।

জো রুটও ৫ রানের বেশি করতে পারেননি। তার উইকেটটি নেন টিম সাউদি। এরপর এক ওভারে ওয়েগনার অধিনায়ক বেন স্টোকস (১৮) আর বেন ফোকসকে (০) তুলে নিলে ৫৫ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংলিশরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ