ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাবর এই মুহূর্তে 'বিগ ওয়ান': ডুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৬ ১৬:৪৬:২৮
বাবর এই মুহূর্তে 'বিগ ওয়ান': ডুল

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে ফ্যাবুলাস ফোর বা সংক্ষেপে ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমেরও। আইসিসি র‌্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।

অনেকে মনে করেন, ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। বাবর এই এলিট ক্লাবের যোগ্য দাবিদার। আর সাইমন যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। আর ডুল তো আরও একধাপ এগিয়ে রাখছেন পাকিস্তানের অধিনায়ককে।

সবাই ফ্যাব ফোর নিয়ে আলোচনা করলেও বাবর এই মুহূর্তে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সেরা বলে মনে করেন ডুল। তার মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় বাবরের পাশাপাশি কেউ নেই। তাই তাকে 'বিগ ওয়ান' বলছেন ডুল।

তিনি বলেন, 'টপ অর্ডারে ব্যাটিংয়ের ক্ষেত্রে বাবর আজম এই মুহুর্তে বিশ্বের সেরা খেলোয়াড়, এতে খুব বেশি মানুষ দ্বিমত করবে না।সে অবিশ্বাস্য (ফর্মে আছে)। জো রুট এখানে কিছুটা দাবি করতে পারে। সবাই 'বিগ ফোরের' (ফ্যাব ফোর) কথা বলছে কিন্তু আমি মনে করি, এই মুহূর্তে সে (বাবর) 'বিগ ওয়ান'।'

সাম্প্রতিক সময়ে তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাট হাতে দাপট দেখেচ্ছেন বাবর। আর এই জায়গাতেই সবার থেকে একটু আলাদা সে। বাকিরা চারজনই নির্দিষ্ট কোনো ফরম্যাটে ভালো করছেন। আর কোহলি নিজের খারাপ সময় পার করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ