ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বোলাররা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না : রাসেল ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৬ ১৭:০৫:৪১
বোলাররা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না : রাসেল ডমিঙ্গো

যদিও দ্বিতীয় দিনের প্রথম সেশনে চারটি মূল্যবান উইকেট তুলে নেয়ায় বোলাররা। কিন্তু পরের ২ সেশনে একটি উইকেট নিতে পেরেছে বোলাররা। তাইতো দ্বিতীয় দিনের খেলা শেষে হতাশ প্রকাশ করলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

“এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটের মতোই, একটা সেশন ভালো গেছে আমাদের, আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা যথেষ্ট পরিমাণে আঁটসাঁট বোলিং করে ওদেরকে চাপে ফেলতে পারিনি আমরা, যেটা পেরেছিলাম প্রথম সেশনে। খুবই হতাশার এটি।”

তবে প্রথম সেশনের প্রশংসা করেছেন রাসেল ডমিনো। এ সময় তিনি আরো বলেন, “প্রথম সেশনে আমরা অসাধারণ বোলিং করেছি। কিন্তু লাঞ্চের পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দা উইকেট করার কথা, তখন রাউন্ড দা উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি”।

“বার্তাটা সবসময়ই থাকে ডট বল করে চাপ গড়ে তোলা। রান রেট নিয়ন্ত্রণে রাখা। উইকেট নেওয়ার জন্যই আমাদের সেই প্রক্রিয়াটা দরকার। কিন্তু উইকেটের তাড়নায় আমরা অনেক বেশি আলগা বল করে ফেলেছি। ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, এই প্রক্রিয়াগুলোয় আমরা জোর দিয়েই বলে যাচ্ছি। কিন্তু যথেষ্ট লম্বা সময় ধরে আমরা তা করতে পারছি না। আমরা এক সেশন করতে পারি, আরেক সেশনে পারি না। লম্বা সময় চাপ ধরে রাখতে পারি না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ