ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবাক বিশ্ব ক্রিকেট: ২০৮ কিলোমিটার গতিতে বল করলেন ভুবনেশ্বর কুমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৭ ১৬:৩৪:৩২
অবাক বিশ্ব ক্রিকেট: ২০৮ কিলোমিটার গতিতে বল করলেন ভুবনেশ্বর কুমার

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সেই ডেলিভারিটি করেন। এখন পর্যন্ত কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি। ভুবনেশ্বর কুমার সেটা ভেঙে ফেললেন কয়েকবার? তাও আবার ২০০ কিলোমিটারের বেশি গতির ডেলিভারিতে?

আসলে ভুলটা করেছে স্পিডোমিটার। যান্ত্রিক ত্রুটির কারণে বারকয়েক ভুবনেশ্বরের বল ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে দেখিয়েছে এটি। যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আইরিশ ইনিংসের প্রথম ওভারে ভুবনেশ্বরের প্রথম ডেলিভারিটি স্পিডোমিটারে দেখায় ২০১ কিলোমিটার/ঘণ্টা। ওই ওভারেই আরেকবার দেখা যায়, ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করেছেন ভারতীয় পেসার।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একজন মজা করে লিখেছেন, ‘শোয়েব আখতার আবার কে? অভিনন্দন ভুবি।’ আরেক ব্যবহারকারীর লেখা, ‘ভুবি ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করলেন।’

একজন আবার কমেন্ট করেছেন, ‘মেনে নেওয়া কঠিন। আমি কিভাবে এমন একটি ম্যাচ মিস করলাম যেখানে ভুবনেশ্বর কুমার ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করলেন!’ আরেকজন হিন্দিতে লিখেছেন, ‘ভুবনেশ্বরই যদি এত গতিতে বল করে তবে উমরান মালিক তো ৪০০ কিলোমিটার/ঘণ্টা গতিতে বল করবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ