ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সর্বকালের সেরা মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৮ ১৫:১৮:১৭
সর্বকালের সেরা মেসি

সর্বশেষ মৌসুমে পিএসজির হয়ে যতগুলো গোল করেছেন মেসি তার চেয়ে বারপোস্টে প্রতিহত হওয়ার সংখ্যাটা ছিলো বেশি। সেই সাথে এই ক্ষুদে জাদুকর ব্যর্থ হয়েছেন চ্যাম্পিয়নস লিগেও, ফলস্বরূপ তার দলও ছিল ব্যর্থ। ফলে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি।

তবে এক মৌসুম দিয়ে লিওনেল মেসির সমালোচনার করতে রাজি নন তারই ক্লাব সতীর্থ আন্দের হেরেরা। তিনি বলেছেন, সবাই মেসির থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই করে সমালোচনা।

হেরেরা বলেন, “আপনি হয়তো বলতে পারেন মৌসুমে ৫০ গোলের কথা। এখানে যদি সে ৫০ গোল করতে না পারে তাহলেই মানুষ কথা বলে।

“ভুলে গেলে চলবে না যে মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। যদি গোলগুলো হত তাহলে তার মৌসুমটা খুব ভালো দেখাত।” “আমার কাছে সে সর্বকালের সেরা, কোন তর্ক ছাড়াই। এখন তো আমি তার প্রতি আরও বেশি মুগ্ধ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ