ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অধিনায়ক দায়িত্ব পেলেন উসমান খাজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৯ ১১:১৩:৩৮
অধিনায়ক দায়িত্ব পেলেন উসমান খাজা

পরিবারের সঙ্গে ব্রিসবেনে বসবাস করেন খাজা। শেফিল্ড শিল্ডে তিনি খেলেন কুইন্সল্যান্ডের হয়ে। মার্শ কাপে একই দলের অধিনায়কত্বও করেন খাজা। কিন্তু বিগ ব্যাশের শুরু থেকেই সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এ বাঁহাতি ওপেনার।

অবশেষে পরিবারের কথা চিন্তা করেই থান্ডার ছেড়ে হিটে যোগ দিলেন খাজা। ২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশ শুরুর পর থেকেই থান্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে থান্ডারের একমাত্র শিরোপা জয়ের পেছনে সেমিফাইনালে ১০৪ ও ফাইনালে ৭০ রানের ইনিংস খেলেন খাজা।

সবশেষ আসরে থান্ডারের অধিনায়কত্বও করেছেন ৩৫ বছর বয়সী এ তারকা ওপেনার। অবশেষে নতুন আসরে তাকে দেখা যাবে হিটের হয়ে টস করতে। এ বিদায়টি একদমই সহজ ছিল না খাজার জন্য। কেননা তিনি চেয়েছিলেন থান্ডারের হয়েই শেষ করতে।

খাজা বলেছেন, ‘আমি সবসময় ভাবতাম, থান্ডারের খেলোয়াড় হিসেবেই শেষ করবো। কিন্তু কীভাবে সব বদলে যায়। অনেকবারই বলেছি, ব্রিসবেন আমার বাড়ি, কুইন্সল্যান্ড আমার বাড়ি। এখন এই দলে যোগ দেওয়া, অধিনায়ক হওয়া রোমাঞ্চকর অনুভূতি।’

অবশ্য নতুন দলে শুরু থেকে খেলা হবে না খাজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ থাকায় ৮ জানুয়ারির পর থেকে হিটের হয়ে খেলবেন খাজা। দলে যোগ দিয়েই অধিনায়কত্ব গ্রহণ করবেন তিনি। তার অবর্তমানে গত মৌসুমের অধিনায়ক জিমি পিয়েরসনই এ দায়িত্ব পালন করবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ