ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

রেকর্ড গড়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ২৯ ১২:৫০:৪২
রেকর্ড গড়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি অস্ট্রেলিয়া

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ৮৪২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ৩৯৯টি জয়, ২২৬ হার, ২১৫টি ড্র করেছে অজিরা। ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১টি জয় আছে ইংল্যান্ডের। টেস্ট ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ১০৫১টি টেস্ট খেলেছে দলটি।

এবারের সফরে টি-২০ সিরিজ অস্ট্রেলিয়া জিতলেও ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলংকা। তিন ম্যাচের টি-২০ ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে শ্রীলংকা। তাই সীমিত ওভারে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টেস্টের লড়াইয়ে নামছে দু’দল।

শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭২ পয়েন্ট ও শতকরা জয় ৭৫। চতুর্থ স্থানে আছে শ্রীলংকা। ৬ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। জয়ে শতকরা ৫৫ দশমিক ৫৬।

২০১৯ সালের জানুয়ারি মাসে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে হওয়া দুই ম্যাচের ঐ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। আর ২০১৬ সালে শ্রীলংকা মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো অজিরা।

এখন পর্যন্ত ৩১টি টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জয় ১৯টি ও শ্রীলংকার ৪টি এবং ড্র হয়েছে ৮টি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ