ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিশ্ব রেকর্ড: টানা ১৩ জয়ে ইতিহসের পাতায় নাম লেখালো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৮ ১৩:৪৪:১৩
বিশ্ব রেকর্ড: টানা ১৩ জয়ে ইতিহসের পাতায় নাম লেখালো ভারত

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ম্যাচে জয় পেয়েছিল ভারত।

এদিকে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের দাপটের কাছে হার মানতে হয়েছিল ভারতকে। সেই ভারতই এবার টি-টোয়েন্টিতে ফিরেছে দুর্দান্ত প্রতাপে।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। হার্দিক পান্ডিয়ার ৫১, সূর্যকুমার যাদবের ৩৯ ও দীপক হুদার ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলী ও ক্রিস জর্ডান। এরপর বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৪৮ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মঈন।

আর ২৮ রান আসে হ্যারি ব্রুক্সের ব্যাট থেকে। ক্রিস জর্ডান অপরাজিত ছিলেন ২৬ রান করে। ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন হার্দিক। আর্শদীপ সিং এবং যুবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ