ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

স্মিথ-লাবুশেনের সেঞ্চুরিতে শেষ প্রথম দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৮ ২১:২৭:৪০
স্মিথ-লাবুশেনের সেঞ্চুরিতে শেষ প্রথম দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কায় দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া স্মিথ খেলছেন ১০৯ রানে। তার ২১২ বলের দায়িত্বশীল ইনিংস গড়া ১৪ চারে। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের সঙ্গে ৭৮ বল স্থায়ী অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে অ‍্যালেক্স কেয়ারির অবদান ১৬।

মাত্র ৪ বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করার লঙ্কান অধিনায়ক। তাদের মধ‍্যে সফলতম অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া। ৯০ রানে তিনি নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন কাসুন রাজিথা ও রমেশ মেন্ডিস।

টেস্ট অভিষেকে মাহিশ থিকাশানাও প্রথম দিন উইকেট পেতে পারতেন। তবে তার বলে ক‍্যামেরন গ্রিনকে বিদায় করার সুযোগ হাতছাড়া করেন নিরোশান ডিকভেলা।

গল ইন্টারন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। দুর্দান্ত এক ডেলিভারিতে বাঁহাতি ওপেনারকে বোল্ড করে দেন কাসুন রাজিথা।

শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন উসমান খাওয়াজা ও লাবুশেন। পঞ্চাশ ছোঁয়ার পর বেশি দূর যেতে পারেনি তাদের জুটি। চমৎকার এক ডেলিভারিতে খাওয়াজাকে বোল্ড করে ৫৫ রানের জুটি ভাঙেন রমেশ।

প্রথম সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন লাবুশেন ও স্মিথ। জমে যাওয়ার পর দ্রুত রান আসে তাদের জুটিতে। শুরুতেই তাদের বিচ্ছিন্ন করার সুযোগ এসেছিল। কিন্তু অফ স্পিনার রমেশের বলে লাবুশেনকে স্টাম্পড করার সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি কিপার নিরোশান ডিকভেলা। শ্রীলঙ্কাকে দিতে হয় এর চড়া মাশুল।

২৮ রানে জীবন পেয়ে লাবুশেন এশিয়ায় করেন নিজের প্রথম সেঞ্চুরি। তৃতীয় উইকেটে স্মিথের সঙ্গে ২২৩ বলে উপহার দেন ১৩৪ রানের জুটি।

৮৪ বলে পঞ্চাশ ছোয়া লাবুশেন পরে রানের গতি বাড়িয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ১৪৭ বলে। এরপর এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান যেতে পারেননি বেশি দূর। বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে বেরিয়ে গিয়ে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড। ১৫৬ বলে খেলা লাবুশেনের ১০৪ রানের ইনিংস গড়া ১২ চারে। তার আউটের পর চা-বিরতিতে যায় দুই দল।

তৃতীয় সেশনে ট্র‍্যাভিস হেড ও গ্রিনকে দ্রুত হারায় অস্ট্রেলিয়া। জয়াসুরিয়াকে ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান হেড। ১ রানে জীবন পাওয়া গ্রিন ৪ রানে থামেন এলবিডব্লিউ হয়ে।

অন‍্য প্রান্তে নিজের মতো খেলে গিয়ে ক‍্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি স্পর্শ করেন স্মিথ, ১৯৩ বলে। তিনি পঞ্চাশ ছুঁয়েছিলেন ৯৮ বলে। কিপার-ব‍্যাটসম‍্যান কেয়ারিকে নিয়ে দিনের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন তিনি। দলকে নিয়ে যান তিনশ রানের কাছে।

শ্রীলঙ্কার তিন অভিষিক্ত খেলোয়াড়ের তৃতীয় জন কামিন্দু মেন্ডিস দিনের ভাগ সময় ফিল্ডিং করেন শর্ট লেগে। প্রথম দিন বল হাতে পাননি এই সব‍্যসাচী ক্রিকেটার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯০ ওভারে ১৯৮/৫ (খাওয়াজা ৩৭, ওয়ার্নার ৫, লাবুশেন ১০৪, স্মিথ ১০৯*, হেড ১২, গ্রিন ৪, কেয়ারি ১৬*; রাজিথা ১৯-৪০৫৬-১, রমেশ ২৮-১-১০০-১, থিকশানা ১৫-২-৪৫-০. জয়াসুরিয়া ২৮-২-৯০-৩)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ