ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপে ডু প্লেসিকে দেখতে চান মরকেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ১১:৪৮:১১
অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপে ডু প্লেসিকে দেখতে চান মরকেল

ডু প্লেসির বয়স হয়ে গেছে ৩৭ বছর। তবে শর্টার ফরম্যাটে এখনো দুর্দান্ত ফর্মে আছেন এই প্রোটিয়ান। সর্বশেষ আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৪৬৮ রান করেছিলেন এই ক্রিকেটার।

ডু প্লেসির এমন ফর্ম এবং অভিজ্ঞতাকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়ান পেসার মরনে মরকেল। সেই জন্য এই প্রোটিয়ান সাবেক পেসার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডু প্লেসিকে যুক্ত করতে বলেছেন।

ঘরোয়া লিগে না খেলায় ২০২১ সালের দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডু প্লেসিকে স্কোয়াডে সুযোগ দেয়নি প্রোটিয়ান ক্রিকেট বোর্ড। এই বছরের বিশ্বকাপের আগেও একই পথে হাঁটার পরিকল্পনা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার।

তবে এটি চাইছেন না মরকেল। আর তাই ঘরের মাঠে চার সপ্তাহের টুর্নামেন্টে ডু প্লেসিকে সুযোগ দিয়ে পরখ করে নিতে চাইছেন মরকেল এবং গ্রায়েম স্মিথরা।

ডু প্লেসিকে বিশ্বকাপে পেতে চাওয়া নিয়ে মরকেল বলেন, ‘আপনি চাইবেন, আপনার দলের সেরা সব তারকারা খেলুক। ফাফের বয়স ৩৭ হলেও সে এখনো দুর্দান্ত খেলছে। ব্যাট হাতে কিংবা ফিল্ডিংয়েও সে তার প্রমাণ দেখিয়েছে আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে।

কিন্তু আমি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্বকাপ দলে দেখতে চাই। যদিও এটা শেষ পর্যন্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত। তবে আমি সত্যিই এমনটা দেখতে চাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ