ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

এখনও শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এরই মধ্যে জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ১১:৫৬:৫৯
এখনও শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এরই মধ্যে জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

এক সপ্তাহের মতো বিশ্রাম নিয়ে আগামী ২৫ অথবা ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। আগামী দুই একদিনের মধ্যেই চূড়ান্ত সময়সূচি জানাবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে জানা গেছে আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ।

সেই সাথে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে দেয়া হতে পারে জাতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। সম্ভাব্যসূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ানডে টাইগারদের।

২ আগস্ট দ্বিতীয় ওয়ানডে এবং ৪ আগস্ট হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায়। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠে গড়াবে ৭ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৯ ও ১১ আগস্ট। খেলা শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে। (সম্ভাব্য সময়সূচী)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ