ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন নিকোলাস পুরান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ১৪:১৬:১১
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন নিকোলাস পুরান

তিনি জানিয়েছেন সাকিব না থাকায় খুশি তার দল। অন্য দুই ফরম্যাটের সিরিজ জয়লাভ করলেও ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বুঝেছেন দলের অধিনায়ক নিকলাস পুরান। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,

“আমরা ধিরে ধিরে ওয়ানডেতে আত্মবিশ্বাসী হয়ে উঠছি। নেদারল্যান্ডস ও পাকিস্তানে ওয়ানডে খেলে এসেছি। দল হিসেবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। এই সিরিজেও সেই চেষ্টাই থাকবে। ওয়ানডে দল হিসেবে বাংলাদেশের সুনাম আছে। আমরা জানি যে এই সংস্করণে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।”

কদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সর্বশেষ সফরেও ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করলেও পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ