ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের দুর্বলতা স্বীকার করে নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ১৪:৪২:২৮
বাংলাদেশের দুর্বলতা স্বীকার করে নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

যারা নেই, তাদের ছাড়া সম্ভাব্য সেরা দল নিয়ে নিজেদের সবটুকু দিয়ে লড়াই করার মন্ত্রে বিশ্বাসী তামিম। সাকিবের ছুটি বা বিরতিকে তাই খুব বেশি দুশ্চিন্তার কারণ হিসেবে দেখতে নারাজ তিনি।

তামিম বলেন, 'ক্রিকেটারদের ইনজুরি থাকতে পারে, বিরতি দরকার হতেই পারে। কিন্তু সত্য কথা হল যে স্কোয়াড আছে ঐ স্কোয়াড থেকেই আপনাকে সেরা একাদশ নিশ্চিত করে খেলতে হবে। চেষ্টা থাকবে আমার কাছে যারা আছে তাদের মধ্য থেকে সেরা একটা দল যেন গড়তে পারি। আমরা সেটাই চেষ্টা করছি।'

তামিম মানছেন, বাংলাদেশে সাকিবের মাপের ক্রিকেটার নেই, যিনি অলরাউন্ডার হিসেবে ব্যাটিং ও বলিউং দুই বিভাগেই সমানতালে অবদান রাখতে পারবেন। তিনি বলেন, 'সাধারণত বাংলাদেশে খুব বেশি প্রপার অলরাউন্ডার নেই; সে কারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের (সাকিব প্রসঙ্গ) উত্তর দিতে হয়। আপনাদেরও একই প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩ টা অলরাউন্ডার থাকতো যারা ৫০-৫০ বা ৬০-৪০, তাহলে এই প্রশ্নগুলো উঠত না।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ