ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

কোহলিকে বাদ দিয়ে ইয়ংস্টারদের সুযোগ দেওয়া হোক: কপিল দেব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ০৯ ১৮:১১:১১
কোহলিকে বাদ দিয়ে ইয়ংস্টারদের সুযোগ দেওয়া হোক: কপিল দেব

এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘আপনার হাতে যখন অনেক বেশি অপশন আছে তখন ফর্মে থাকা খেলোয়াড়দের খেলান। আপনি স্রেফ অতীতের সুখ্যাতির দিকে যেতে পারেন না। আপনাকে অবশ্যই বর্তমান ফর্মের দিকে দেখতে হবে।’

একজন খেলোয়াড় যতই প্রতিষ্ঠিত হোক না কেন, টানা ব্যর্থ হলে তাকে দলে রাখার যৌক্তিকতা নেই জানিয়ে কপিল আরও বলেন, ‘আপনি হতে পারেন একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। তাই বলে এই না যে, টানা পাঁচ ম্যাচ খারাপ করার পরেও আপনাকে সুযোগ দেওয়া হবে।’

এসময় কপিলকে নির্দিষ্ট করে বিরাট কোহলির কথা জিজ্ঞেস করা হয়। যিনি সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে বেশ কয়েক ম্যাচ ধরেই অফফর্মে রয়েছেন। এছাড়া রঙিন পোশাকের সীমিত ওভারের ক্রিকেটেও কোহলির অনুপস্থিতিতে দীপক হুদা, সুর্যকুমার যাদবরা ভালো করেছেন।

সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র দুইটি ফিফটি করতে পেরেছেন কোহলি। সবমিলিয়ে চলতি বছর টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে মাত্র ১১৫ স্ট্রাইকরেটে খেলেছেন তিনি। অন্যদিকে সুর্যকুমার, দীপক, রিশাভ পান্ত, শ্রেয়াস আইয়াররা সুযোগ পেয়েই সদ্ব্যবহার করেছেন।

এ বিষয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে একটা মাথা ব্যথা রয়েছে। তবে তাকে অবশ্যই আরও ভালো পারফর্ম করতে হবে। যদি বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার অশ্বিনকে বাদ দেওয়া যেতে পারে, তাহলে আপনার দলের এক নম্বর ব্যাটার বাদ পড়তে পারেন।’

কপিল আরও বলেছেন, ‘আমি আশা করছি কোহলি রান করবে। এই মুহূর্তে কোহলি তার চেনা ছন্দের ক্রিকেট খেলছে না। সে যদি এমন খেলতে থাকে, পারফর্ম করতে না পারে তাহলে আপনি ইয়ংস্টারদের বাইরে রাখতে পারেন না। আমি আশা করবো দল বাছাইয়ের ক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতা থাকবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ